মনকায়া.com-এর ক্রেতা ও ভিজিটরদের জন্য প্রযোজ্য শর্ত ও নিয়মাবলী (Terms & Conditions Applicable for Buyers & Visitors of Monkaya.com)
এই পৃষ্ঠায় উল্লেখিত শর্ত ও নিয়মাবলী এই ওয়েবসাইটের ক্রেতা এবং ভিজিটরদের জন্য প্রযোজ্য শর্তাবলী হিসেবে গণ্য করা হবে।
(১) অর্ডারের পেমেন্ট কমপ্লিট করার পর ই-মেইলের মাধ্যমে আপনার অর্ডার দেয়া অডিও ট্র্যাক এর ডাউনলোড লিংক দেয়া হবে। অর্ডার এর পেমেন্ট কমপ্লিট না করা পর্যন্ত আপনি অডিও ট্র্যাক ডাউনলোডের জন্য কোন লিঙ্ক পাবেন না।
(২) স্বাভাবিকভাবে অর্ডার কমপ্লিট হওয়ার পরে খুব অল্প সময়ের মধ্যেই আপনি ইমেইলে ডাউনলোড লিঙ্ক পাবেন। তবে কোন প্রাকৃতিক দুর্যোগপূর্ণ অবস্থা, বিদ্যুৎ ব্যবস্থার সমস্যা অথবা এমন কোন অবস্থা যাতে স্বাভাবিকভাবে ইন্টারনেট ব্যবস্থা ঠিকমত কাজ না করে এরকম ক্ষেত্রে আপনার অর্ডার অনুযায়ী ডাউনলোড লিংক পেতে দেরী হলে মনকায়া.com কর্তৃপক্ষ দায়ী থাকবেনা।
(৩) এই ওয়েবসাইটে দেয়া অর্ডার এর টাকা গ্রহণ করার জন্য মনকায়া.com অনলাইন পেমেন্ট গেটওয়ে সার্ভিস প্রোভাইডার এর সার্ভিস নিচ্ছে। এই প্রতিষ্ঠানের কোন কারিগরী সমস্যার কারণে আপনি অর্ডার এর টাকা পরিশোধ করতে না পারলে এ জন্য মনকায়া.com কর্তৃপক্ষ দায়ী থাকবেনা। এরকম ক্ষেত্রে আপনি মনকায়া.com এর সাথে পেমেন্ট এর সমস্যা নিয়ে যোগাযোগ করবেন। পেমেন্ট গেটওয়ে সার্ভিস প্রোভাইডার এর মাধ্যমে যতদ্রুত সম্ভব পেমেন্ট এর সমস্যা দূর করে আপনার অর্ডার করা অডিও ট্র্যাক এর ডাউনলোড লিংক আপনার ইমেইল এড্রেসে পাঠানোর চেষ্টা করা হবে।
(৪) মনকায়া.com এর মিউজিকগুলো সর্বাবস্থায় এবং সবার জন্য শোনার উপযুক্ত নয়। এ ব্যপারে স্পষ্ট তথ্য ও নির্দেশনা সর্বোত্তম ব্যবহার পেজ এ দেয়া হয়েছে এবং এ পেজ এর লিংক সাইটটির টপ-মেনু ও নিচের অংশে দৃশ্যমান অবস্থায় দেয়া আছে। আপনি মনকায়া এর কোন মিউজিক কেনার আগে এ পেজটি ভাল ভাবে পড়বেন। আপনি এ সাইট থেকে কোন মিউজিক কিনলে ধরে নেয়া হবে যে আপনি সর্বোত্তম ব্যবহার এর পেজটি পড়েছেন। এ পেজ এ দেয়া তথ্য অনুযায়ী আপনি যদি মনকায়া.com এর মিউজিক শোনার জন্য উপযুক্ত না হন এবং আপনি তারপরও মনকায়া.com এর মিউজিক শুনেন তাহলে এ মিউজিক শোনার জন্য অনাকাঙ্খিত যে কোন পরিস্থিতির জন্য আপনি মনকায়া.com এবং এর সাথে সংশ্লিষ্ট কোন ব্যক্তিকে কোন প্রকারে দায়ী অথবা দোষী সাব্যস্ত করতে পারবেন না।
(৫) মনকায়া.com এর মিউজিক কোন মেডিক্যাল ট্রিটমেন্টের বিকল্প নয় যদিও এই সাইটের মিউজিক কোন কোন ক্ষেত্রে প্রচলিত ঔষুধের চেয়েও অধিক কার্যকরী হিসেবে কাজ করতে পারে। আপনি মনকায়া.com এর মিউজিকগুলোকে আপনার নিয়মিত ঔষুধের বিকল্প হিসেবে ব্যবহার করলে তার সমস্ত দায়দায়িত্ব আপনার।
(৬) মনকায়া.com এর মিউজিকগুলোর কপিরাইট সংরক্ষিত। এ মিউজিকগুলোর অফলাইন বা অনলাইনে যে কোন ধরণের অবৈধ ও অনুমতিহীন ডিস্ট্রিবিউশন এর সাথে সম্পর্কিত ব্যক্তি অথবা গোষ্ঠীর বিরুদ্ধে বাংলাদেশের প্রচলিত আইন অনুযায়ী ব্যবস্থা নেয়া হবে।
(৭) মনকায়া.com কর্তৃপক্ষ সর্বাত্মকভাবে সর্বদা এই ওয়েবসাইটটিকে ভাইরাস ও ক্ষতিকারক সফটওয়্যার থেকে মুক্ত রাখার জন্য সচেষ্ট আছে এবং এই ওয়েবসাইটটি সর্বপ্রকার ভাইরাস এবং ক্ষতিকারক সফটওয়্যার থেকে মুক্ত। আপনার কম্পিউটারের অপারেটিং সিস্টেম এবং মোবাইল ডিভাইসসমূহ ভাইরাসমুক্ত রাখার জন্য আপনার হালনাগাদ এন্টি-ভাইরাস সফটওয়্যার ব্যবহার করা উচিত। আপনি এই ওয়েবসাইট ভিজিট করার পরবর্তী কোন সময়ে আপনার অপারেটিং সিস্টেম/কম্পিউটারের কোন সমস্যার জন্য আপনি মনকায়া.com কর্তৃপক্ষকে কোনভাবে দায়ী করতে পারবেন না।
(৮) মনকায়া.com এ প্রকাশিত কোন তথ্য হুবুহু নকল করা যাবেনা তবে আপনি মনকায়া.com এ প্রকাশিত কোন তথ্য এই সাইট-এর রেফারেন্স প্রদান করে অনলাইনে অথবা অফলাইনে ব্যবহার করতে পারবেন।
মনকায়া.com কর্তৃপক্ষ কোন পূর্বনোটিশ ছাড়া এই ওয়েবসাইটের শর্ত ও নিয়মাবলী সংশোধন অথবা পরিবর্তন করতে পারবে। সেক্ষেত্রে সংশোধন অথবা পরিবর্তনের বিষয়টি এই পেজ-এর নিচে পরিবর্তন/সংশোধণের তারিখ হিসেবে দিয়ে দেয়া হবে। এই ওয়েবসাইটের শর্ত ও নিয়মাবলীতে কোন পরিবর্তন/সংশোধণ করার পর আপনি এই সাইট ভিজিট করলে অথবা এই সাইট থেকে কোন মিউজিক কিনলে আপনার জন্য নতুন শর্ত ও নিয়মাবলী প্রযোজ্য হবে।