মনকায়া.com-এর গোপনীয়তার নীতি (Privacy Policy of Monkaya.com)
আপনি যখন মনকায়া.com ভিজিট করবেন তখন শুধুমাত্র অভ্যন্তরীণ পর্যালোচনা, বিশ্লেষণ এবং সার্বিকভাবে ওয়েবসাইট ট্রাফিক বিষয়ক তথ্য সংগ্রহের উদ্দেশ্যে আপনার ভিজিট সম্পর্কিত কিছু তথ্য রেকর্ড করা হবে। এ তথ্যগুলো হল আপনার আইপি এড্রেস, ব্রাউজার এর নাম, ব্রাউজার এর ভার্সন, আপনি কতক্ষণ ওয়েবসাইটে অবস্থান করেছেন ইত্যাদি। এ ধরণের ভিজিটের ক্ষেত্রে আপনার কোন ব্যক্তিগত তথ্য সংগ্রহ ও সংরক্ষণ করা হবেনা।
আপনি এই সাইট থেকে কোন মিউজিক কেনার সময় আপনার নাম, যোগাযোগের নম্বর, ইমেইল এড্রেস ও জেলার তথ্য দিতে হবে। এই ব্যক্তিগত তথ্যগুলো শুধুমাত্র অর্ডার এর সাথে সংশ্লিষ্ট তথ্য হিসেবে সংগ্রহ করা হবে। এভাবে সংগৃহীত তথ্যাবলি মূলত এই সাইটের কাস্টমার ডাটাবেইজ তৈরী করা, ট্রাফিক এনালাইসিস ও অভ্যন্তরীণ কাজের জন্য সংগ্রহ করা হবে। আপনার প্রদান করা এ সমস্ত তথ্য ৩য় কোন পক্ষের কাছে কোন ব্যবসায়িক অথবা কোন ধরণের অসৎ উদ্দেশ্যে প্রদান/বিক্রি করা হবেনা।
তবে, কোন পরিস্থিতি যদি এমন হয় যে, বাংলাদেশের আইন মোতাবেক কোন কর্তৃপক্ষের কাছে তথ্য সরবরাহ করতে হবে শুধুমাত্র তাহলেই সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে আপনার প্রদান করা তথ্য সরবরাহ করা হবে।
মনকায়া.com এ প্রয়োজন অনুযায়ী অন্য সাইটের লিংক দেয়া হতে পারে। এ সব লিংকে ক্লিক করে আপনি যদি অন্য কোন সাইট ভিজিট করেন তাহলে সে সাইটের গোপনীয়তার নীতিমালা আপনার জন্য প্রযোজ্য হবে।
মনকায়া.com কর্তৃপক্ষ কোন নোটিশ ছাড়া এই গোপনীয়তার নীতি সংশোধন অথবা পরিবর্তন করতে পারবে। সেক্ষেত্রে সংশোধন অথবা পরিবর্তনের বিষয়টি এই পেজ-এর নিচে পরিবর্তন/সংশোধণের তারিখ হিসেবে দিয়ে দেয়া হবে। গোপনীয়তার নীতিতে কোন পরিবর্তন/সংশোধণ করার পর আপনি এই সাইট ভিজিট করলে অথবা এই সাইট থেকে কোন অডিও ট্র্যাক কিনলে আপনার জন্য নতুন গোপনীয়তার নীতি প্রযোজ্য হবে।