মনকায়ার মিশন ও ভিশন

মানবদেহের এক জটিল অঙ্গের নাম হচ্ছে ব্রেন।

ব্রেন নিয়ে এখন পর্যন্ত কম গবেষণা হয়নি। দৈনন্দিন নানামুখি ব্যস্ততায় আমাদের এই জটিল ও দুর্বোধ্য অঙ্গ নিয়ে চিন্তা করার আগ্রহ ও সময় মনে হয় কারোরই হয়না। তবুও কোন কোন ক্ষেত্রে চিন্তা না করেও উপায় থাকেনা। এর কারণ হল, মন নামক আর একটি দুর্বোধ্য ও অদৃশ্য জিনিষের সাথে আমাদের ব্রেন ওতপ্রোতভাবে জড়িয়ে রয়েছে। ব্রেন ঠিকমত কাজ না করলে মন এর অবস্থা যেমন ঠিক থাকেনা তেমনি মন এর অবস্থা খারাপ হলে ব্রেনও ঠিকমত কাজ করতে পারেনা।

ব্রেন ও মনের অবস্থার সঠিক সমন্বয় না হলে অনেক সহজ কাজও কঠিন হয়ে যায়।

আমাদের জীবণের অনেক ধরণের সমস্যার উৎস হচ্ছে মন। শুধুমাত্র মানসিকতা ও ধ্যান-ধারণা পাল্টানোর মাধ্যমে বিভিন্ন ধরণের সমস্যা এড়ানো সম্ভব। তবে সবসময় নিজে নিজে সব ধরণের মানসিক সমস্যার সমাধাণ করা যায়না। এর জন্য অনেক সময় সাহায্যেরও প্রয়োজন হয়।

“ব্রেনওয়েভ এনট্রেইনমেন্ট” নামক একটি প্রযুক্তি ব্যবহার করে শুধুমাত্র বিশেষ প্রকৃতির শব্দ অথবা আলো অথবা তড়িৎ চৌম্বকীয় তরঙ্গ নির্দিষ্ট মাত্রায় নির্দিষ্ট সময় পর্যন্ত ব্রেন এ প্রয়োগ করার মাধ্যমে আমাদের ব্রেন এর কার্যক্রম নিয়ন্ত্রণ করা সম্ভব। এর ফলে কার্যত আমাদের মনের অবস্থার পরিবর্তন করাও সম্ভব হয়। বহির্বিশ্বে দৈনন্দিন বিভিন্ন ধরণের অবস্থায় এই প্রযুক্তির ব্যবহার করা হচ্ছে কারণ এই পদ্ধতির মাধ্যমে শরীর ও মনে ইতিবাচক পরিবর্তন আনার মাধ্যমে আমাদের জীবনের কিছু ক্ষেত্রে ইতিবাচক পরিবর্তন আনা সম্ভব। বহির্বিশ্বে এই পদ্ধতির ব্যবহার বাড়তে থাকলেও এই পদ্ধতির সাথে এখনও আমাদের দেশের মানুষের খুব একটা পরিচয় নেই।

বাংলাদেশের মানুষকে আপাতত শুধুমাত্র শব্দের মাধ্যমে এই প্রযুক্তির প্রয়োগের সাথে পরিচয় করিয়ে দেয়া এবং সর্বোপরি বাংলাদেশীরা যেন তাদের জীবণে ইতিবাচক পরিবর্তন আনার জন্য এই পদ্ধতি ব্যবহার করতে পারে সে জন্য আমরা মনকায়া.com নিয়ে আমাদের যাত্রা শুরু করেছি।

আমাদের এই সাইটে আপনি পাবেন বিশেষ প্রকৃতির শব্দ ও বিভিন্ন প্রকারের পারিপার্শ্বিক শব্দের সংমিশ্রেণে তৈরী করা মিউজিক যেগুলো শোনার মাধ্যমে আপনি বেশ কিছু ক্ষেত্রে আপনার ব্রেন এর কার্যক্রম তথা মনের অবস্থা নিয়ন্ত্রণ করতে পারবেন।

মনকায়া.com এর মিউজিকগুলোর কোনটি আপনার ঘুমের সমস্যা দূর করবে, কোনটি আপনার সৃজনশীলতার ক্ষমতাকে আরো উজ্জীবিত করবে, কোনটি আপনাকে রিলাক্সড হতে সাহায্য করবে, কোনটি আপনার কাজে মনোযোগ দেবার ক্ষমতা বাড়াবে, কোনটি আপনাকে মেডিটেশনের বিভিন্ন স্তরে নিয়ে যাবে ইত্যাদি।

আমরা দৃঢভাবে বিশ্বাস করি যে, আমাদের এই মিউজিকগুলো আপনার জীবণে ইতিবাচক পরিবর্তন আনার সামর্থ্য রাখে। আমাদের মিউজিকগুলোর মাধ্যমে আপনার জীবণে যদি কোন ইতিবাচক পরিবর্তন আসে তাহলে আমাদের এই ক্ষুদ্র চেষ্টা সার্থক হবে।

আপাতত মনকায়ার মিশন হচ্ছে বাংলাদেশের মানুষের কাছে এই প্রযুক্তির ব্যবহারের সুফল পৌছে দেয়া।

আর মনকায়ার ভিশন হল, এই প্রযুক্তির ব্যবহারিক উপযোগিতা বাড়ানোর জন্য এবং আমাদের জীবণে এই প্রযুক্তির ব্যবহার আরো কার্যকরীভাবে করার লক্ষ্যে এই প্রযুক্তি নিয়ে প্রাতিষ্ঠানিক গবেষণার পথ তৈরী করা; ঘুম সম্পর্কিত সমস্যা, মনোযোগ সম্পর্কিত সমস্যা, ধ্যান চর্চা, মানসিক চাপ নিয়ন্ত্রণ, ডিপ্রেশন দূর করা এবং এরকম আরো বেশ কিছু ক্ষেত্রে প্রচলিত পদ্ধতির পাশাপাশি বিকল্প একটি পদ্ধতি হিসেবে এই প্রযুক্তির ব্যবহারকে উৎসাহিত করা এবং এই প্রযুক্তির ব্যবহারের মাধ্যমে সার্বিকভাবে আমাদের জীবনে ইতিবাচক পরিবর্তন নিয়ে আসা।

আশা করি মনকায়া.com এর এ উদ্যোগের পাশে থেকে আমাদেরকে আপনি উৎসাহিত করবেন।

0
    0
    Your Cart
    Your cart is emptyReturn to Shop
    Mk
    Logo
    Shopping cart