ব্রেনওয়েভ এনট্রেইনমেন্ট প্রযুক্তির সর্বোত্তম ব্যবহার ও সতর্কতা

ব্রেনওয়েভ এনট্রেইনমেন্ট প্রযুক্তির মাধ্যমে আমাদের ব্রেনওয়েভ নিয়ন্ত্রণের জন্য বিশেষ প্রকৃতির আলো অথবা শব্দ অথবা তড়িৎ চৌম্বকীয় তরঙ্গ আলাদাভাবে অথবা কোন কোন ক্ষেত্রে দুটি একত্রে প্রয়োগ করা যায়।
মনকায়ার মিউজিকগুলোতে শুধু বিশেষ প্রকৃতির শব্দ ব্যবহার করা হয়েছে। সার্বিকভাবে শুধুমাত্র শব্দ শোনার মাধ্যমে এই প্রযুক্তির ব্যবহার নিরাপদ।
তবে...
যেহেতু এই প্রযুক্তি আমাদের ব্রেন এর কার্যক্রম ও মনের অবস্থায় পরিবর্তন আনতে পারে তাই এ প্রযুক্তির সর্বোত্তম উপায়ে ব্যবহারের বিষয়ে বিজ্ঞানীরা কিছু বিধি নিষেধ মেনে চলতে বলেছেন।
যদি কারও মৃগী বা খিচুনী রোগ থাকে তাহলে....এই প্রযুক্তির ব্যবহার তার জন্য ঝুঁকিপূর্ণ হবে।

এছাড়াও...

যদি আপনি নিম্নে উল্লেখিত ধরণের কোন ব্যক্তি হন তাহলে এই প্রযুক্তির ব্যবহার করা থেকে বিরত থাকুন।

আপনার হার্টে যদি কোন পেসমেকার থাকে।
আপনার যদি কোন ধরণের হৃদরোগ থাকে।
আপনার যদি কোন গুরুতর মানসিক রোগ বা সমস্যা থাকে।
আপনি যদি গর্ভবতী হন।
অ্যালকোহল বা আপনার মানসিক অবস্থার পরিবর্তন করে এমন কিছু দ্বারা যদি আপনি আসক্ত হন।
আপনার মাথার ভিতরে অথবা ব্রেন-এ যদি কোন আঘাত থাকে।
আপনার বয়স যদি ১৮ বছর বা তার কম হয় কারণ ১৮ বছর বা তার কম বয়সী ব্যক্তিরা মৃগী রোগ বা খিচুনীতে আক্রান্ত হওয়ার অধিক ঝুকিতে থাকেন।

নিম্নে উল্লেখিত অবস্থায় এই প্রযুক্তির ব্যবহার করবেন না।

যখন আপনি গাড়ি চালাবেন।
যখন আপনি এমন কোন যন্ত্রপাতি চালাবেন যেগুলো আপনি অমনোযোগের সাথে চালালে আপনার শারীরিকভাবে ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা আছে।
তবে এর কিছু ব্যতিক্রম আছে যেমনঃ আপনি যদি মনোযোগ বাড়ানোর জন্য এই প্রযুক্তির ব্যবহার করেন তাহলে আপনি অন্য সব কাজ করার সময় এই প্রযুক্তি দিয়ে তৈরী করা শব্দ শুনতে পারবেন। উদাহরণস্বরুপ বলা যায় যে, যদি আপনি পড়ালেখা করার সময় অথবা পূর্ণ জাগ্রত অবস্থায় কোন কাজ করার জন্য মনোযোগ বাড়াতে চান তাহলে নির্দ্বিধায় সে সময় ক্ল্যারি শুনতে পারবেন।
0
    0
    Your Cart
    Your cart is emptyReturn to Shop
    Mk
    Logo
    Shopping cart